বুধবার, নভেম্বর ২০, ২০২৪
Homeঅর্থনীতিব্যাংক থেকে প্রবাসীরা জামানত ছাড়াই ঋণ পাবেন ১০ লাখ টাকা

ব্যাংক থেকে প্রবাসীরা জামানত ছাড়াই ঋণ পাবেন ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক :

spot_img

প্রবাসীদের মানউন্নয়নসহ আর্থিক সচ্ছলতার স্বার্থে কাজ করছে সরকার। এরই ধারায় এবার তাদের জন্য এলো সুখবর। ব্যাংকগুলোকে প্রবাসীদের ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রবাসীরা জামানত ছাড়াই গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ইচ্ছামতো প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন তারা।

গতকাল বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এই নতুন নীতিমালায় ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারণের কথা বলা হয়।

সার্কুলার থেকে জানা যায়, যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে রয়েছেন (প্রবাসী) তারাই কেবল এই ঋণ পাবার জন্য যোগ্য হবেন। তবে বৈধভাবে পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে। প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়। ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের ব্যাংকিং নীতিমালার প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা এক কোটি ৫৫ লাখের বেশি । এদিকে, এতদিন উচ্চ আয়ের প্রবাসীরা গৃহনির্মাণের কাজে ঋণ পেতেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here