সোমবার, মে ২০, ২০২৪
Homeকৃষিবার্তাদুমকিতে আমনের বাম্পার, ফলন কৃষকের মূখে হাসি

দুমকিতে আমনের বাম্পার, ফলন কৃষকের মূখে হাসি

spot_img

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর জেলার দুমকী উপজেলায় আমন ধানের সবুজ ফসলের সমারোহ। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ ধানের পাতায় দুলছে কৃষকের স্বপ্ন। কিছুদিন পরেই সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। সোনালী ধানে ভরে উঠবে কৃষক কৃষাণীর শূন্য গোলা, মুখে ফুটে উঠবে হাসি।

নবান্নের উৎসবে মেতে উঠবে প্রতিটি কৃষকের উঠান,ঘর, আঙ্গিনায়। কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের ফলে আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ৬ হাজার ৬শ ৪১ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা হয়েছে ৩৩ হাজার ২০৫ মেট্রিক টন।

দুমকি উপজেলার পাতাবুনিয়া এলাকায় ট্রে পদ্ধতিতে আগাম জাতের ব্রি-৮৭ ধান চাষ করা হয়েছে। উপজেলার ১ হাজার জন কৃষককে প্রনোদণা স্বরুপ সার ও ধান বীজ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় সার, বীজ ও বালাইনাশক দিয়ে কৃষকদের সহায়তা করা হয়েছে বলে কৃষি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দরা জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here