সোমবার, মে ২০, ২০২৪
HomeUncategorizedচিতলমারীতে ১৪৮ কোটি টাকার টমেটো রপ্তানি, কৃষকের মুখে হাসি

চিতলমারীতে ১৪৮ কোটি টাকার টমেটো রপ্তানি, কৃষকের মুখে হাসি

spot_img

অরুন কুমার সরকার, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে টমেটোর বাম্পার ফলন হয়েছে। ফুটেছে কৃষকের মুখে হাসি। চলতি রবি মৌসুম ২০২৩ – ২৪ অর্থ বছরে ৭৪৫ হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষমাত্রা ধরা হলেও তা দাড়িছে ৮২৫ হেক্টর জমিতে।

কৃষি বিভাগের আধুনিক প্রযুক্তি, কৃষকদের প্রশিক্ষণ ও কৃষি বিভাগের নজরদারিতে প্রতি হেক্টর জমিতে এ বছর ৬০ মেট্রিক টন টমেটোর উৎপাদন হয়েছে। যার গড় হিসাবে বাজার মুল্য দাড়িয়েছে ১৪৮ কোটি টাকা। উপজেলা কৃষি বিভাগের হিসাব ও তথ্য অনুযায়ী এমনটি জানা গেছে।

দেশের দক্ষিণাঞ্চল চিতলমারী উপজেলা থেকে রেকর্ড সংখ্যক বিউটি ফুল টু, হাইটম, রিগেল, মেজর, বহুবলি, লাভলী, ও বিজলি জাতের হাইব্রিড টমেটো, রাজধানীসহ দেশে বিভিন্ন মোকামে নৌ ও স্থল পথে চালান হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সিফাত আল মারুফ জানান, সঠিক পরিচর্যায় চলতি মৌসুমে আগাম টমেটো উৎপাদনে প্রতি কেজির বাজার দর ছিলো ৭০ থেকে ৮০ টাকা। আগাম ও শেষ নাগাদ বাজার মুল্যের গড় ৩০ টাকা হিসাবে এ বছর চিতলমারী উপজেলায় ১৪৮ কোটি টাকার টমেটো রপ্তানি হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here