যশোরে হেরোইনের মামলায় শহরের বারান্দীপাড়া এলাকার আশরাফুল রহমান কাজলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার ৮ নভেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন।
আসামি আশরাফুল বারন্দীপাড়াপূর্বপাড়া শতদল স্কুলের সামনের মৃত আতিয়ার রহমানের ছেলে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গেস্খফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৪ মার্চ বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে খবর আসে দীঘিরপাড় এলাকায় একজন মাদক নিয়ে অবস্থান করছে। তাৎক্ষনিক সকাল নয়টার পর পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় আশরাফুল রহমানকে ১শ’গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই সফিকুল ইসলাম সরদার বাদী হয়ে থানায় মামলা করেন।
২০১৭ সালের ১৩ এপ্রিল মামলাটি তদন্ত করে এসআই ফিরোজ উদ্দীন আশরাফুল রহমান কাজলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার রায় ঘোষনা দিনে বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতক হওয়ায় কাজলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজারে টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।