দেশের শোবিজ তারকারা এতদিন পর্দা কাঁপালেও এবার কাঁপাবেন খেলার মাঠ। তাদের নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর বসছে ক্রিকেট লিগের আসর ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)’। খেলা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
জি নেক্সট জেনারেশন নামের একটি প্রতিষ্ঠান আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করবে আটটি দল। প্রতিটি দল গঠন করা হবে ১০-১৫ জন খেলোয়াড় দিয়ে। এ তথ্য জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন অভিনেত্রী শিরিন শিলা। এই ক্রিকেট লিগে খেলবেন তিনিও। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা। জানালেন, জীবনে এই প্রথম খেলবেন তিনি।
শিরিন শিলা বলেন, ছোটবেলায় অনেক কিছুই খেলেছি। তবে ক্রিকেট নয়। ক্রিকেট খেলা হয়েছে কেবল পর্দায় কিংবা কাজের জন্য। বাস্তবে এই প্রথম খেলব।
খেলার সময় সাকিব আল হাসানকে অনুসরণ করবেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমি সাকিব আল হাসানকে ফলো করেই খেলব। তবে বাম হাতে বল করে নয়, ডান হাতেই বল করব।
এ ক্রিকেট লিগ নিয়ে উত্তেজিত শিরিন শিলা বলেন, আমি অনেক এক্সাইটেড, ক্রিকেট খেলব। সবসময় খেলোয়াড়দের খেলতে দেখলেও এবার আমরা সেলিব্রেটিরা খেলব, বিষয়টা আমার জন্যও খুব এক্সাইটিং।
আট দলের নেতৃত্বে রাখা হয়েছে আটজন নির্মাতাকে। তারা হলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। তাদের অধীনে খেলবেন তারকারা।