বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeআন্তর্জাতিকযারা অভ্যন্তরীণ বিষয়ে জড়াচ্ছে যুক্তরাষ্ট্রকে তাদের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

যারা অভ্যন্তরীণ বিষয়ে জড়াচ্ছে যুক্তরাষ্ট্রকে তাদের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

spot_img

আগাতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যগুলো প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘প্রবাসী সাংবাদিক ও কিছু বাঙালি নাগরিক ষড়যন্ত্রে নেমেছে। তারাই জোর করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বাধ্য করছে।’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রকে বন্ধু দেশ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। এই কারণে তারা বিভিন্ন সময় নানান পরামর্শ দিয়ে থাকে। সেসব পরামর্শ বিবেচনা করে গ্রহণযোগ্য হলে আমরা তা নিয়ে থাকি।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীতের প্রায় ১৭৩টি দেশে নির্বাচন হচ্ছে। আমেরিকা কি ১৭৩ দেশ সম্পর্কে কিছু বলে? না। বাংলাদেশ নিয়ে প্রতিদিনই আমেরিকার একটা বক্তব্য থাকে। এর মূল কারণটা হলো, আমাদের প্রবাসী বাঙালীরা। তারা তাদের ত্যাক্ত করে, তারা তাদের জোর করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের যুক্ত করার চেষ্টা করে। তারাই বলছে, আমাদের টেনেটুনে কোন আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে নিচ্ছেন? আমরা কোন দলের না। আমরা কোন দলকে আলাদাভাবে সমর্থন করি না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমাদের লোকেরাই আমাদের দেশের ধ্বংস করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। দেশটা আপনাদের আমাদের সবার। আজ আওয়ামী লীগ সরকারে আছে, কালকে নাও থাকতে পারে কিন্তু দেশ তো আপনার। বঙ্গবন্ধু দেশটা তৈরি করে দিয়ে গেছেন। আর শেখ হাসিনা এই দেশটাকে একটা সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন। এটা আপনাদের ভবিষ্যতের জন্য। এরা অনেকেই বাহবা পাওয়ার জন্য এই অপকর্ম করে।’

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here