বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeঅপরাধমিরপুরে চাপাতি ফাহিম গ্রেফতার ও অস্ত্র উদ্ধারর

মিরপুরে চাপাতি ফাহিম গ্রেফতার ও অস্ত্র উদ্ধারর

spot_img

এস এম জীবন, ঢাকা: অস্ত্র ও চাপাতিসহ মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ ফাহিম আহম্মেদ প্রকাশ চাপাতি ফাহিমকে (২৬) গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তার কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। সে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বলে তাকে চাপাতি ফাহিম নামেই ডাকে সবাই। মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয় সে। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পায়।

ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করে সে। কয়েকদিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট এন্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করে। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানান হয়। গতকাল সকালে আবারও ওই দোকানে যায় ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২৫০০ টাকা নিয়ে চলে যায়। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পিপিএম (বার) গণমাধ্যমকে জানান- তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকেও ছুরিকাহত করে পালানোর চেষ্টা করে। তার ছুরিকাঘাতে পুলিশ সদস্য এসআই সোহেল রানা আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চাপাতি ফাহিমের বিরুদ্ধে আগেরও ৫ টি মামলা রয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here