বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeঅপরাধমালয়েশিয়ায় বাংলাদেশীসহ মোট ১৯৫ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ মোট ১৯৫ জন অবৈধ অভিবাসী আটক

spot_img

নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় কিছু দিন পর পর অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন পুলিশ। গত শুক্রবার (১৩ অক্টোবর) জহুর রাজ্যের পাম বাগানে অভিযান চালিয়ে ৫৫ বাংলাদেশীসহ মোট ১৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

জহুর রাজ্যের বারু জেলার গেলাং পাতাহের পাম বাগানের দুটি পৃথক স্থানে দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালায় মালয়েশিয়ান পুলিশ।

পরে বিবৃতিতে জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে গেলাং জহুর বারুর গেলাং পাতাহের ১৫টি কন্টেইনারে বসতি গড়ে। সেখান থেকে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের ভিসা যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে দেশটিতে থাকা বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটকদের সবার বয়স ১৯ থেকে ৬৯ বছরের মধ্যে। এদের মধ্যে ইউএনসিএইচআর শরণার্থী কার্ডধারীও রয়েছে বলে জানায় বিবৃতিতে।

আটকদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৫৫ জন, মিয়ানমারের ৬২ জন, ভারতীয় ২৮ জন, ইন্দোনেশীয় ২৬ জন পুরুষ ও ৫ জন নারী, পাকিস্তানি ১৬ জন, চীনা দুজন এবং একজন তিমুর লেস্তের নাগরিক।

তাদের বিরুদ্ধে কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাদের পরবর্তী তদন্তের জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

অবৈধ এসব অভিবাসীদের চাকরি অথবা নিয়োগ দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here