শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
Homeআন্তর্জাতিকমস্কোয় আবারও ইউক্রেনের ড্রোন হামলা, ভবন ক্ষতিগ্রস্ত

মস্কোয় আবারও ইউক্রেনের ড্রোন হামলা, ভবন ক্ষতিগ্রস্ত

spot_img

রাশিয়ার রাজধানী মস্কোয় আবারও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে হামলায় ব্যবহৃত ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টার দিকে মস্কো ও আশপাশের এলাকায় অবস্থিত বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বলেন, শুক্রবার ভোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। পরে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টার কমপ্লেক্সের ভবনে পড়েছে। এই এক্সপো সেন্টারটি ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটারের দূরে অবস্থিত।

এ হামলার পর পর জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে গেছেন বলে জানিয়েছেন মস্কোর মেয়র। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান।

জরুরি পরিষেবার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে, হামলায় এক্সপো সেন্টারের প্যাভিলিয়নের একটি দেয়াল আংশিকভাবে ধসে পড়েছে। এর পরিমাণ ৩০ বর্গমিটারের মতো হবে।

সম্প্রতি মস্কো ও আশপাশের ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে মস্কোর বাণিজ্যিক এলাকায় দুটি ড্রোন হামলাও রয়েছে। এমনকি গত মে মাসে ক্রেমলিনের খুব কাছে ড্রোন হামলার ঘটে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় ড্রোনের মাধ্যমে রুশ যুদ্ধজাহাজে হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে বলেও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here