বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeঅপরাধবেনাপোলে ১২ পিস স্বর্ণেরবার সহ ৩ জন পাচারকারী আটক 

বেনাপোলে ১২ পিস স্বর্ণেরবার সহ ৩ জন পাচারকারী আটক 

spot_img

বেনাপোল(যশোর)প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্নেরবার উদ্ধার করা হয়েছে। তবে এ সময় একটি মোটরসাইকেল সহ তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। 

আটকরা হলো – বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দীনের ছেলে মোঃ আজমীর (২০),আলী কদমের ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৭) ও রুহুল আমীনের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৮)। 
রোববার (১২ নভেম্বর)  ভোরে দৌলত পুর-সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের চালান সহ তিনজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি।

 বিজিবির এই কর্মকর্তা জানান, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। “এ সময় একটি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৩৯৯ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি ২৮ লাখ টাকা।
এ ব্যাপারে আটক তিনজন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here