ঢাকা জজ কোর্টের সামনে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। পুলিশের দাবি, জনভোগান্তি এড়াতে আইনজীবীদের কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ করলেও তারা উল্টো পুলিশের ওপর হামলা করে। বাধ্য হয়ে পুলিশ শক্তি প্রয়োগ করেছে। তবে, বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অন্যায়ভাবে পুলিশ লাঠিচার্জ করেছে।
তিন দফা দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা জজ কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে জড়ো হতে থাকের তারা। পরে পদযাত্রা নিয়ে রায় সাহেবের বাজারের দিকে রওনা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনজীবীদের লাঠিপেটা করে পুলিশ। আইনজীবীরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করলেও তাদের পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।
এতে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, আইনজীবীদের এই কর্মসূচি ঘিরে জন ভোগান্তি এড়াতে তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা উল্টো হামলা চালালে, পুলিশ বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করে।
তবে, আইনজীবীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অন্যয়ভাবে পুলিশ লাঠিচার্জ করেছে। এভাবে আন্দোলন থেকে সরানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।