মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
Homeবরিশালবাউফ‌লে বিএন‌পির বিরু‌দ্ধে মিথ‌্যা ও বা‌নোয়াট মানববন্ধ‌নের বিরু‌দ্ধে সংবাদ স‌ম্মেলন

বাউফ‌লে বিএন‌পির বিরু‌দ্ধে মিথ‌্যা ও বা‌নোয়াট মানববন্ধ‌নের বিরু‌দ্ধে সংবাদ স‌ম্মেলন

বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি,   

spot_img

পটুয়াখালীর বাউফলে উপ‌জেলা  বিএন‌পির বিরু‌দ্ধে মিথ‌্যা অপপ্রচার ও মানববন্ধ‌নের প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএন‌পি। গতকাল (২৯।১০।২৪) মঙ্গলবার সকাল সা‌ড়ে ১০টায় চন্দ্রদ্বীপ ইউনিয়‌নের খানকা এলাকায় ওই সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

এতে লি‌খিত বক্তব‌্য পাঠ ক‌রেন ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি মো বেল্লাল ‌হো‌সেন।লি‌খিত বক্ত‌ব্যে বেল্লাল ব‌লেন, চল‌তি মা‌সের ১৭ তা‌রিখ একই ইউনিয়‌নে বিএন‌পি নামধারী আওয়ামী সু‌বিধা‌ভোগীরা উপ‌জেলা ও ইউনিয়ন বিএন‌পির বি‌ভিন্ন নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মু মু‌নির হো‌সেনের না‌মে মিথ‌্যা বা‌নোয়াট বক্তব‌্য প্রদান ক‌রেন। যা সম্পর্ণ মনগড়া ও ভি‌ত্তিহীন। ইউনিয়ন এবং উপ‌জেলা বিএন‌পি ‌ক্নে অন‌্যায় ও অপক‌র্মের সা‌থে জ‌ড়িত নয়। হাইব্রিড বিএন‌পি পদব‌ঞ্চিত হ‌য়ে মিথ‌্যাচার চালা‌চ্ছেন। এ সময় ওই মানববন্ধ‌নে জয়বাংলার শ্লোগান দেয় হয় ব‌লেও বক্ত‌ব্যে উল্লেখ ক‌রেন। এতে অন‌্যান্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন ইউনিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার, ইউনিয়ন সহ সভাপ‌তি শাহ আলম রা‌ঢি, সাংগঠ‌নিক সম্পাদক মো আবুল সির আলী, ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি সুলতান সরদার,নিজাম ডাক্তার, সবুজ জ্মোদ্দার, জা‌বেদ আলীসহ ইউনিয়ন বিএন‌পির ২শতা‌ধিক

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here