বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Homeখেলার খবরপটুয়াখালী ভার্সিটিতে, আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন

পটুয়াখালী ভার্সিটিতে, আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:

spot_img

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)তে আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন হয়েছে।

১ ডিসেম্বর (রবিবার) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

শারীরিক শিক্ষা বিভাগ এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ এর সভাপতিত্বে এবং উপ পরিচালক মোঃ আবু হানিফ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন অধ্যাপক জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাসার খান, এফবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো এবং উপ-ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এবি এম সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন,
আমরা এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত রাখবো। সব ধরনের খেলাধুলা চালু থাকবে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এই বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে।
তিনি এসময় শিক্ষার্থীদের টুর্নামেন্ট সফলভাবে শেষ করার আহ্বান জানান।

উদ্বোধনী ম্যাচে কৃষি অনুষদ বানাম এএনএসভিএম অনুষদ অংশ গ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।।#

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here