শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
Homeবিনোদননিলামে উঠছে কেট উইনস্লেটের ‘টাইটানিক’ খ্যাত গোলাপি ওভারকোট

নিলামে উঠছে কেট উইনস্লেটের ‘টাইটানিক’ খ্যাত গোলাপি ওভারকোট

spot_img

হলিউডের সর্বকালের অন্যতম জনপ্রিয় ছবি ‘টাইটানিক’। ১৯১২ সালের ১৪ এপ্রিল প্রমোদতরী ‘টাইটানিক’ ডুবে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই ছবির চিত্রনাট্য। ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জেমস ক্যামেরন পরিচালিত ছবি ‘টাইটানিক’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইনস্লেট। মুক্তির পরে জনপ্রিয়তার জেরে এক প্রকার ‘কাল্ট’ তকমা পেয়েছিল এই ছবি।

পরের বছর, ১৯৯৮ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে মোট ১৪টি বিভাগে মনোনয়ন পেয়েছিল এই ছবি। ঝুলিতে এসেছিল মোট ১১টি অস্কার। মুক্তির পর ২৫ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ‘টাইটানিক’-এর আবেদন এখনো অমলিন। ২৫ বছর পূর্তিতে সম্প্রতি প্রেক্ষাগৃহেও আরো একবার মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরনের এই ছবি। ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ ও উদ্দীপনা যে এখনো এতটুকু কমেনি, তার প্রমাণ মিলল সম্প্রতি।

কেট উইনস্লেট তথা রোজের সেই গোলাপি ওভারকোটটা মনে আছে? যে ওভারকোট পরে এক হাঁটু পানিল পেরিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও তথা জ্যাককে খুঁজতে গিয়েছিলেন তিনি? এ বার নিলামে উঠছে সেই গোলাপি ওভারকোট। গোলাপির উপরে কালো রং দিয়ে কাজ করা সেই ওভারকোট নিলামে তুলতে চলছে নিউ জার্সির ‘গোল্ডিন’ নামক এক সংস্থা। আগামী ১৩ সেপ্টেম্বর নিলামে উঠছে ওই ওভারকোট।

সংস্থার কর্মকর্তা কেন গোল্ডিনের দাবি, নিলামে ওভারকোটটির দর এক লাখ ডলারের গণ্ডি ছাড়িয়ে যাবে। বাংলাদেশী টাকায় তা প্রায় ১ কোটি টাকার সমান। এখনো পর্যন্ত নিলামে ওই ওভারকোটের দর উঠেছে ৩৪ হাজার ডলার।

‘টাইটানিক’ ছবির পোশাকশিল্পী ছিলেন ডেবোরা লিন স্কট। তারই তত্ত্বাবধানে গোলাপি রঙের ওই ওভারকোটটি তৈরি করেছিলেন জে পিটারম্যান কোম্পানি। গোলাপি রঙের উলে বোনা কালো রঙের নকশা আঁকা ওই ওভারকোট পরেই ছবির শেষের দিকের বেশির ভাগ দৃশ্যের শুটিং করেছিলেন কেট। ছবির পোশাকসজ্জার জন্য ১৯৯৮ সালে অস্কার জিতেছিলেন ডেবোরা লিন স্কট।

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here