বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeসারাদেশনড়াইল লোহাগড়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে বসতঘর পুড়ে ছাই লক্ষাধিক টাকার ক্ষতি

নড়াইল লোহাগড়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে বসতঘর পুড়ে ছাই লক্ষাধিক টাকার ক্ষতি

spot_img

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ভয়াবহ আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৮ নভেম্বর) রাতে লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের মো. গফরান শেখের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে। রোববার (১৯ নভেম্বর) সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায় বসতঘর, ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর গ্রামে শনিবার রাতে মো. গফরান শেখের বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। প্রতিবেশিরা এসে বালতি ভরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরটি পুড়ে যায়। এ ঘটনায় প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, আমরা খবর পেয়ে অগ্নিকাণ্ড স্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here