মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
Homeগণমাধ্যমদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে গণমাধ্যমের প্রার্থীরা...

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে গণমাধ্যমের প্রার্থীরা…

spot_img

দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন।

২. দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের মালিক শিল্পপতি একে আজাদ (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচনে অংশগ্রহন করছেন।

৩. দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক সালমা ইসলাম (জাতীয় পার্টি-জাপা)

৪. ইন্ডিপেনডেন্ট টিভির মালিক সালমান এফ রহমান (নৌকা প্রতীক)

৫. আরটিভির মালিক মোর্শেদ আলম (নৌকা প্রতীক)

৬. বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার মালিক কাজী নাবিল আহমেদ (নৌকা প্রতীক

৭. দৈনিক সংবাদের আলতামাস কবীর (স্বতন্ত্র প্রার্থী)

৮.সময় টিভির এডভোকেট কামরুল ইসলাম (নৌকা প্রতীক)

৯.দৈনিক ভোরের কাগজের সাবের হোসেন চৌধুরী (নৌকা প্রতীক)

১০. কালবেলার মালিক নজরুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী)

১১.গাজী টিভি ও অনলাইন সারা বাংলার মালিক গোলাম দস্তগীর (নৌকা প্রতীক)

১২. মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার (নৌকা প্রতীক)

১৩. দৈনিক ও অনলাইন ঢাকা টাইমসের মালিক আরিফুর রহমান দোলন (স্বতন্ত্র প্রার্থী)

১৪. দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্ট সম্পাদক হাশেম রেজা (স্বতন্ত্র প্রার্থী)

১৫.দৈনিক সকালের সময় এর সম্পাদক নুরহাকিম ঈগল মার্কা (স্বতন্ত্র প্রার্থী)

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here