- দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল দুমকী উপজেলাhttp://দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল দুমকী উপজেলা ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় দুমকিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে মিছিলটি দুমকির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নসিব সিনেমা হল এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
- এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা , বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক হাওলাদার, এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার শিকদার, মো, রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন , মোহাম্মদ আব্দুল সালাম, কবির শরীফ, খলিলুর রহমান মিরধা, রিপন শরীফ, ডলি বেগম, নাসিমা বেগম, , সহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল , শ্রমিকদল, প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেওয়ার মাধ্যমে দেশে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আ’লীগ ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে গ্রেনেড মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করেছিল।।