বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
HomeUncategorizedঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

spot_img

শুক্রবার(১০ জানুয়ারি)সামাজিকদ্বায়বদ্ধতা থেকে সেবামূলক কার্যক্রমে ধারাবাহিকতায়

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে বৃহত্তর কাশিনাথপুর এলাকার ৮টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়।পাবনা জেলার আমিনপুর থানার নান্দিয়ারা দারুল উলুম কাওমিয়া হাফিজিয়া বাতেনিয়া মাদ্রাসা,
নগরবাড়ি শ্রীনিবাশদিয়া ইউসুফিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,সৈয়দপুর মালেক মিয়া এতিমখানা,নয়াবাড়ি জামিয়া মাদানিয়া আকমালুল উলুম ক্বওমী মাদ্রাসা, আহাম্মদপুর উত্তরপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা।সাথিয়া থানার সমাসনারী জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা,পাইকরহাটি এতিমখানা ও মাদ্রাসা, কাশিনাথপুর কারিমিয়া বহুমুখী মাদ্রাসার কয়েকশত এতিম ও শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

উক্ত প্রোগ্রাম এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানগন উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কবি ও গীতিকার জনাব হুমায়ন কবির,মোঃ আসাদুজ্জামান সুজন,মোঃজাহাঙ্গীর হোসেন, মোঃতোফায়েল আহমেদ সিন্টু,মোঃ মাসুদুর রহমান রিপন,মোঃ সোহেল আহমেদ জিন্নাহ, এএনএম শফিকুল করিম তনু, মোঃ সাব্বির আহমেদ সবুজ,সজীব মৃধা,শাকিল হোসেন তনু,মোঃ আব্দুল্লাহ, মোঃ সাকিব হোসেন সাকিল,মোঃসাদ মাহমুদ।প্রোগ্রামটি সার্বিকভাবে পরিচালনা করেন মোঃশাহীদুল ইসলাম।

উল্লেখ্য ঢাকায় অবস্থানকারী পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর(আংশিক সাথিয়া,বেড়া আমিনপুর ও সুজানগর উপজেলা) অধিবাসীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য আদান প্রদান,এলাকার সকলের সাথে মেলবন্ধন তৈরি এনং বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক সহযোগিতা মূলক কার্যক্রমের উদ্দেশ্যে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠন করে। তারই ধারাবাহিকতা বেশ কয়েকবার প্রোগ্রাম করে ঢাকায় ইফতার মাহফিল,দেশের গতবছরের বন্যায় বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে খাবার প্রদান,বৃহত্তর কাশিনাথপুর এলাকায় ঈদে দূস্থদের মাঝে খাবার বিতরণ উল্লেখযোগ্য।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here