বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeস্বাস্থ্যগত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২০ জন,ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ২৬৮৯...

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২০ জন,ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ২৬৮৯ জন

spot_img

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২০ জন রোগী। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৮৯ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়াদের মধ্যে রাজধানী ঢাকার রয়েছেন ১১ জন, বাকি ৯ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯১ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৮৯ জন। এরমধ্যে ঢাকায় ৮৯৯ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ১ হাজার ৭৯০ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৭১১ জনে।

এদিকে বর্তমানে ৯ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ১৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৫৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৩০৯ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here