রাজধানী মিরপুর ২ নাম্বার থানা দিন এলাকায় ওয়ারীশি সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে কলহল লেগেই আছে। ১২৪৫ হোল্ডিং এ পাকা দ্বিতীয় তলা বিশিষ্ট দোকান ঘর উঠিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া।
হঠাৎ আনুমানিক ৫/১/ ২০২৩ ইং সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় আব্দুস সোবাহান গং ভাড়াটিয়া ৩০ /৪০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানে ভাঙচুর চালায় ও দোকানে থাকা লোকজনকে মাইরধর করে ও মালামাল লুট করে নিয়ে যায়। এবং দোকান ছেড়ে দিতে বলে না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে আব্দুল মান্নান মিয়া সাংবাদিকদের বলেন আমার ওয়ারীশি হোল্ডিং নাম্বার ১২৪৫ স্থিত নির্মিত দোকান ঘর বিবাদী (১) নাম্বার আব্দুল সোবহান, (৬৫) ২, হোসাইমা আক্তার লুনা, ৩, সালমা আক্তার, ৪, এহতেশাম হোসেন, ৫, মামুন রশিদ গন আসামিরা গত ২২/ ৮ / ২০২৩ ইং তারিখ আনুমানিক সকাল ১০ ঘটিকায় বহিরাগত সন্ত্রাসী ও গুন্ডাবাহিনী নিয়ে মারধর ও ভাঙচুর করে।
জনাব আবদুল মান্নান, পিতা- মৃত আব্দুর রহিম, জাতীয় পরিচয় পত্র নং-৭৩০ ৭৯৪ ৯৮৬২, সাং-১২২৭ পূর্ব মনিপুর, ডাকঘর- মিরপুর-১২১২, থানা- মিরপুর, জেলা-ঢাকা বিগত ০৮/০১/২০২৩ইং তারিখে আব্দুল সোবহান গং গনের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ১ম আদালত, ঢাকায় রেকর্ড সংশোধন ও ঘোষনা মূলক ডিক্রীর প্রার্থনায় দেওয়ানী মোকদ্দমা নং ১২/২০২৩ দায়ের করেন। তৎপর বিগত ০৯/০১/২০২৩ইং তারিখে দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১নং নিয়মের অধীন এক অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করিলে বিজ্ঞ আদালত শুনানী অন্তে ১-৪নং প্রবাদীগনের ১২৪৫নং হোল্ডিং স্থিত ‘রূপসা টিম্বার ট্রেডার্স’ নামীয় দোকান ঘরের দখল বিষয়ে স্থিতাবস্থা (statuesque) বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন এবং পরবর্তী ০১/০৩/২০২৩ইং তারিখে শুনানীর জন্য দিন ধার্য করেন। তৎপর বিশত ১২/০১/২০২৩ইং তারিখের অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থার আদেশ রদ, রহিত মর্মে এক আদেশ প্রদান করিলে জনাব আবদুল মান্নান বাদী/আপীলকারী হইয়া বিজ্ঞ জেলা জজ আদালত, ঢাকা এ মিস আপীল মোকদ্দমা নং-৭৭/২০২৩ দায়ের করেন। বিবাদী/প্রতিপক্ষ আপত্তি দাখিল করিলে বিজ্ঞ জেলা জজ আদালত শুনানীর জন্য আপীল মোকদ্দমাটি ঢাকার বিজ্ঞ ৪র্থ অতিরিক্ত জেলা জজ আদালতে প্রেরন করিলে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনানী অন্তে ২২/০৮/২০২৩ইং তারিখ তৎপর ২৯/০৮/২০২৩ইং তারিখ আদেশ প্রচারের জন্য দিন ধার্য করেন।
অদ্য ২৯/০৮/২০২৩ইং তারিখ বিজ্ঞ ৪র্থ অতিরিক্ত জেলা জজ আদালত আপীল মোকদ্দমা নং ৭৭/২০২৩ “দোতরফা সূত্র বিনা খরচায় মঞ্জুর করা হইল।” মর্মে আদেশ প্রচার করেন ।
এমতাবস্থায় নিম্ন তফসিল বর্নিত সম্পত্তিতে স্থিতাবস্থা (statuesque) বজায় রাখাতে বাদী ও বিবাদীগন আইনত বাধ্য, ব্যত্যয় করিলে দন্ডনিয় অপরাধ বলিয়াগন্য হইবে। আদেশের সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে সরবরাহ করা হইবে।
তফসিল
জেলা-ঢাকা, থানা- মিরপুর, মৌজা- সেনপারা পর্বতা স্থিত সি.এস খতিয়ান নং-২৪৫, এস.এ খতিয়ান নং- ২৫৫, আর.এস খতিয়ান নং-৩০৩, ঢাকা সিটি জরিপ খতিয়ান নং ২৪৭৩, সি.এ ও এস.এ দাগ নং- ১১৯৬, আর.এস দাগ নং- ৯৩৩৪, সিটি জরিপ দাগ নং-৪২২৭২ এর কাতে ৭০ অযুতাংশ সম্পত্তি স্থিত *১২৪৫নং হোল্ডিং এর ‘রূপসা টিম্বার ট্রেডার্স’ নামীয় দোকান ঘর। যাহার চৌহদ্দি – উত্তরে বাদী, দক্ষিনে- বিবাদীর রাস্তা, পূর্বে-সরকারী রাস্তা, পশ্চিমে- বিবাদী গং।