শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
Homeকুমিল্লাঅর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়ার পর ওসি প্রত্যাহার

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়ার পর ওসি প্রত্যাহার

spot_img

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের জন্য ভোট চাওয়ার পর কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেনকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে জেলার সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়। ওসি মো. ফারুক হোসেন ২০২১ সালের ১৬ নভেম্বর নাঙ্গলকোট থানায় যোগদান করেন।

জানা যায়, গত ১৫ আগস্ট নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রীর জন্য ওসির ভোট চাওয়ার ৩৯ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তাকে প্রত্যাহার করা হলো।

ওসি তার বক্তব্যে বলেছিলেন, ‘নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে গণমানুষের মতো করে ওনাকে (অর্থমন্ত্রী) আবারও নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি। মাননীয় অর্থমন্ত্রী এত বেশি নাঙ্গলকোটের উন্নয়ন করেছেন। আমি পূর্বের ইতিহাস শুনেছি, নাঙ্গলকোটের অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। সব আপনাদের জন্য করেছেন।

ওসির এ ধরনের বক্তব্যকে অনেকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন বলে মনে করেন। সরকারি কর্মকর্তা/ কর্মচারী এভাবে বক্তব্য দিতে পারেন না বলে তারা মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগনও বিব্রত হয়েছেন বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম বলেন, ‘নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেনের এ থানায় যোগদানের দুই বছর হয়ে গেছে বিধায় রুটিন মাফিক তাকে বদলি করা হয়েছে।’

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here