খুলনা নগরীতে বাবার বাড়ির লোকজনদের বিরুদ্ধে হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলেন করেছেন নবমুসলিম গৃহবধূ জান্নাতুল ফেরদাউস উপমা। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
নগরীর শামসুর রহমান রোডের বাসিন্দা বিশ্বজিৎ সাহার মেয়ে উপমা সাহা ১১ সেপ্টেম্বর নোটারী পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি নাম নেন ‘জান্নাতুল ফেরদাউস উপমা’। একই দিনে তিনি নগরীর ৪১ নম্বর ফরাজীপাড়া এলাকার মো. ইমজামামুল হককে শরিয়াহ মোতাবেক বিয়ে করেন।
লিখিত বক্তব্যে উপমা বলেন, ১১ সেপ্টেম্বর স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও কোনো প্ররোচনা ছাড়াই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রপ্ত বয়স্ক ও মুসলিম হিসেবে ইসলামী অনুশাসনে জীবন-যাপন করার তাগিদে তিনি ইমজামামুল হককে বিয়ে করেছেন। এর পর থেকে কল্পকাহিনী সাজিয়ে তাকে, তার স্বামী ও পরিবারকে হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে বাবার বাড়ির লোকজন। নবদম্পত্তিকে জীবন নাশের হুমকিও দিচ্ছে তারা। তিনি স্বামী-সংসার নিয়ে শান্তিতে বসবাসের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।