ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার বেলা সোয়া ১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আমানউল্লাহর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
এর আগে দুর্নীতির মামলায় দণ্ডিত আমানউল্লাহ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আত্মসমর্পণ করার জন্য আদালত চত্বরে আসেন। পরে তিনি ঢাকার বিশেষ জজ আদালত-১-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, আদালত আমানউল্লাহর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গত মঙ্গলবার দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়া আমানউল্লাহর স্ত্রী সাবেরা আমানের জামিন মঞ্জুর করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আমানউল্লাহকে ১৩ বছর ও সাবেরাকে বিচারিক আদালতের দেওয়া রায়ে তিন বছরের কারাদণ্ড বহাল রেখে গত ৩০ মে রায় দেন হাইকোর্ট। এ রায়ের অনুলিপি বিচারিক আদালতের গ্রহণের ১৫ দিনের মধ্যে আমানউল্লাহ ও সাবেরাকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।