বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeঅপরাধডাবের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে গভীর রাতে ভোক্তা অধিকার কতৃক অভিযান

ডাবের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে গভীর রাতে ভোক্তা অধিকার কতৃক অভিযান

spot_img

গত:২৯-৮-২০২৩ তারিখ রাত ১২.১৫ মিনিট থেকে ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত ডাবের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নিদের্শনা অনুযায়ী অধিদপ্তর কতৃক বিশেষ অভিযান পরিচালনা হয়।

ঢাকা মহানগরীর কাওয়ান বাজার, বেড়িবাধঁ ও যাএাবাড়ী ডাবের পাইকারি আড়তে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহাকারি পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যলয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শরিফুল ইসলাম।
শুরুতে কারওয়ান বাজারে পরিচালিত অভিযানে দেখা যায় সেখানে ডাবের মূল্য তালিকা প্রদশন হলেও ডাব ক্রয় বিক্রিতে পাকা রশিদ সংরক্ষণ করা হচ্ছে না এবং মূল্য তালিকায় প্রদর্শনকৃত অধিক মূল্যে ডাব বিক্রি করা হয়েছে।

বর্ণিত অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতঃপর যাএাবাড়ী ডাবের আড়তে তদারকিতে গেল সকাল ৭.০০ টার সময় ডাব বিক্রি শুরু হবে মর্মে আড়তদাররা জানান।
বেড়িবাঁধ এলাকায় অভিযানে দেখা যায় ডাবের বিক্রয়ের ক্ষেএে কার্বন কপি ছাড়া রশিদ দেওয়া হয়েছে এবং বিক্রেতাগণ ডাবের রশিদ দেখাতে পারেনি।

উল্লেখ্য,এসব আড়তে গড় ক্রয় মূল্য ৬৫/-থেকে ৭০/- টাকা এবং বিক্রি মূল্য ৪০/-,৫০/-,৭৫/-,৮০/- এবং সবচেয়ে বড় বাছাইকৃত ডাব ১০০/- থেকে ১২০/- টাকায় বিক্রি হতে দেখা যায়।
জনস্বার্থে অধিদপ্তর কতৃক এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here