মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫
Homeবিনোদন২০২৪ এর বিউটি কুইন বাংলাদেশ দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত

২০২৪ এর বিউটি কুইন বাংলাদেশ দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত

ইসলাম পলাশ

spot_img

লাবণ্য মিডিয়া হাউজ এর কার্যালয়ে বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হয়।

১৮ অক্টোবর সকাল দশ-টা থেকে শুরু হয়ে রাত নয়-টা পর্যন্ত চলে এই অডিশন পর্ব।

গত ২৫ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রিয়েলিটি শো এর যাত্রা শুরু হয়। এবং ৯ জুন অনুষ্ঠিত হয় ১ অডিশন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলন কেন্দ্র করে শহীদ এবং আহতদের সম্মানে জুলাই এবং আগস্ট মাসে ঘোষিত অডিশন স্থগিত করা হয়। বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে আবার পুনরায় অডিশন শুরু হয়েছে।

আজকের অডিশন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে আমরা নতুন করে অডিশন শুরু করতে পেরে ভালো লাগছে।

বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর প্রধান সমন্বয়ক স্নিগ্ধা হোসাইন প্রিয়া সাংবাদিকদের বলেন, আজ আমরা বেশ কয়েকজন ভালো মানের প্রতিযোগী পেয়েছি।

বিশেষ করে চাকুরীজীবি, গৃহিণী, উদ্যোক্তা সহ নানান পেশার প্রতিযোগী থাকায় আমাদের রিয়েলিটি শো সকল বয়সের এবং সকল পেশার মানুষের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হবে।

তিনি আরো জানান শীঘ্রই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়েলিটি শো সম্পর্কে নতুন চমক ঘোষণা করা হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here