এম এ শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া :
গত ২১ অক্টোবর শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র ভিকটিম জুনায়েদ আহমেদ (১৭), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- সুজাবাদ, থানা- শাজাহানপুর,পূজামন্ডপ দেখার জন্য অটোতে বেজোড়া যাওয়ার পথে বনানী পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৯/১০ জনের মোটর সাইকেল বহরের সাথে অটো লেগে যায় এবং কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাতনামা আসামীগণ ভিকটিমকে এলাপাথারি ছুরি আঘাত ও মারপিট করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং ভিকটিম রাত্রী প্রায় ১০টায় মৃত্যুবরণ করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-২৬, তারিখ-২২/১০/২৩ ধারা-১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/৩২৬/৩০৭/৩০২/ ৫০৬/৩৪ পেনাল কোড।
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা
তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ৫ ফেব্রুয়ারি সাড়ে ৪ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন কালাইরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাসেল (২২), পিতা- ইয়াসিন আলী, সাং- বিহারী কলোনী, থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে সে জানায় তারা একসাথে ৭ জন থাকলেও সঙ্গীয় একজন এবং সে অটোরিক্সা চালকসহ তিনজনকে ছুরি দিয়ে আঘাত করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা, সদর থানায় একটি অস্ত্র মামলা এবং চাঁদাবাজি ও মারপিট মামলা রয়েছে মর্মে জানা যায়।