মোঃ কাওছার হোসেন, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে নারী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে বক্তৃতা করেন, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার,
উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, মোঃ নজরুল ইসলাম মাঝি, আঃ খালেক রাড়ী, মোঃ শাহীন হাওলাদার,অমল মল্লিক, বেবী রানী দাস। উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,
উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্টজনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানের সভাপতি উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর ভুয়সী প্রশংসা করে বলেন নারী নির্বাহী কর্মকর্তা উজিরপুরে যোগদানের পর থেকে সরকারের সকল সহায়তা সুষম বণ্টন, আবাসন প্রকল্প সঠিক পাত্রে দানসহ সরকারের উন্নয়ন মূলক কাজ সঠিক ভাবে দায়ীত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক কথায় এই নারী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন তার মেধা আর বয়স দুটোই একসাথে কাজে লাগিয়ে উজিরপুর থেকে সুনাম কুড়িয়ে নিয়েছেন। এছাড়াও উজিরপুরের বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনকে সন্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।