বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeঅপরাধবাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জহুরাকে ঢাকা মেডিকেলে রেফার

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জহুরাকে ঢাকা মেডিকেলে রেফার

spot_img

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মোসাঃ জহুরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে৷

এ বিষয় জহুরার পরিবার জানায়, জহুরা বেগম বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা অজ্ঞাত একটি থ্রিলার সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে তার একটি হাত ভেঙ্গে কয়েক টুকরো হয়ে গেছে। এছাড়াও মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। চিকিৎসকরা জানিয়েছে অতি দ্রুত তার হাতে অপারেশন করে প্লেট বসাতে হবে।

এর আগে গত ৫ ডিসেম্বর নিজ বাড়ির সামনে দূর্ঘটনার শিকার হয় রঙ্গশ্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোঃ নূরমহাম্মাদ শেখ এর স্ত্রী মোসাঃ জহুরা বেগম।

দূর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে শেবাচিম কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে জহুরার বড় ছেলে মোঃ রুবেল মাহমুদ বলেন, গত ৫ ই ডিসেম্বর নিজ বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় অজ্ঞাত একটি থ্রি হুইলার মাকে স্বজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। তার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে একটি হাত ভেঙ্গে গেছে। রাস্তায় উপর পরে থাকতে দেখে আমাকে খবর দিলে ছুটে ঘটনা স্থলে আসি। প্রথমে তাকে শেবাচিমে ভর্তি করি। কিন্তু মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে ২ দিন পর ঢাকা মেডিকেলে রেফার করা হয়।
বিষয়টি বাকেরগঞ্জ থানা পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে। ঢাকা থেকে এসে লিখত অভিযোগ দায়ের করবো। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে দ্রুত সুস্থ করেন।

৭ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার জানিয়েছে দূর্ঘটনার বিষয় আমরা মৌখিক ভাবে অবগত হয়েছি লিখত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here