নিজস্ব প্রতিবেদক: বসতবাড়ি নিয়ে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে স্টাম ও লোহার রড দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে সন্ত্রাসীরা। গত ১৮ নভেম্বর কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মুগসাইর (এগারগ্রাম) এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দেবীদ্বার থানায় জাকির হোসেনকে ১ নং আসামী করে একটি অভিযোগ দায়ের করেন মুজিবুর রহমানের স্ত্রী ঝর্না বেগম।
ভুক্তভোগীর অভিযোগ ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১৮ নভেম্বর বিকাল অনুমান ০০.৩০ ঘটিকার সময় মুজিবুর রহমানের বাড়ির উঠানে মৃত প্রতিবেশী জোবেদ আলীর ছেলে জাকির হোসেন (৪০) ও আক্তার (৩৫), শাহজাহানের ছেলে রাসেল, জাকির হোসেনের ছেলে হাসান ও হোসাইন, জাকিরের স্ত্রী হাসিনা বেগম, জয়নালের স্ত্রী শিল্পী আক্তার, আলমগীরের ছেলে আরিফ ও জয়নাল আবেদীনের ছেলে গিয়ে মুজিবুর রহমানের স্ত্রী ঝর্না বেগমসহ তার পরিবারকে প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এ সময় মুজিবুর ও তার স্ত্রী ঝর্ণা প্রতিবাদ করার এক পর্যায়ে জাকির গং ধাওয়া দিলে মুজিবুর তার ছেলে মেয়েকে নিয়ে বুট্টু মিয়ার ঘরে পলায়ন করে। এরপর জাকির গং তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চলে যাওয়ার পর আবার মুবিজুর রহমানের বাড়িতে ক্রিকেট খেলার স্টাম ও লোহার রড নিয়ে মুজিবুর রহমানের ঘড়ে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীসহ ছেলেমেয়েকে বেধড়ক পিটিয়ে আহত করে। এতে মুজিবুর রহমানের অবস্থা গুরুতর হলে স্থানীয়রা তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আরো জানা যায়, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে পিটিয়েই আহত করেনি, মুজিবুরের স্ত্রী ঝর্ণার গলায় থাকা ০১ ভরি ওজনের ০১টি স্বর্ণের চেইন নিয়ে যায় যার মূল্য অনুমান ৯০,০০০/= টাকা । এ ছাড়াও খোরশেদ আলমের স্ত্রীর রোকসানার পরনে থাকা কামিজ টানা হেছড়া করিয়া শ্রীলতাহানী করে। আলাউদ্দিনের ঘরের দরজা-জানালা ও টিনের বেড়া পিটিয়ে ভাংচুর করে অনুমান ৫০,০০০/= টাকার ক্ষতি সাধন করে চলে যায়। যাবার সময় সুযোগমত পেলে প্রকাশ্যে খুন করারও হুমকি দেয়। এখানেই শেষ নয়, থানায় অভিযোগের পর জাকির গং প্রকাশ্যে হুমকি দিয়ে আরো বলেন, পুলিশকে কিছু বলবিনা।
যদি বল তাহলে তোদের শেষ রক্ষা নাই, পুলিশ তোদের বাচাতে চাইলে এখানে তাদের ক্যাম্প করে থাকতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা মেডিকেলে মুজিবুর রহমানের চিকিৎসক জানিয়েছেন তার বুকে প্রচন্ড আঘাত লেগে বুকের হাড় ভেঙ্গে গেছে। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উক্ত হাসপাতালেেই চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী ঝর্না বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওরা আমাদের ঘরে ঢুকে বেধরক পিটিয়ে আমার স্বামীর বুকের হাড় ভেঙ্গে দিয়েছে আমি এর বিচার চাই। ঝর্না বেগম ঘটনার সঠিক তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান। এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।