দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর জেলার দুমকি উপজেলায় মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন খন্দকার বাড়ি থেকে নজরুল সিকদারের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, সত্যতা প্রমাণিত হওয়ায় সড়কের নির্মাণ কাজ বন্ধসহ নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন উপজেলা প্রশাসন। জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ সড়কটি নির্মাণের লক্ষে ১ লক্ষ ৪৯ হাজার টাকা বরাদ্দ করেছে স্থানীয় সরকার। সিবিসি সভাপতি মুরাদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার ফোরকান হাওলাদারের তত্বাবধানে সড়কটি নির্মাণ কাজ করা হচ্ছে। ভু্ক্তভোগীরা জানায়, সড়কটি নির্মাণে যে ইট ব্যবহারের চেষ্টা করা হচ্ছে, সে ইট দিয়ে কোন কাজ হয় বলে কেউ মনে করছেন না।
রাস্তা নির্মাণ কাজ দেখার জন্য কেউ নেই। প্রায়ই দেখা যায়, সাধারণ জনগন উন্নয়ন কাজের দুর্নীতি ধরতে গেলে বা বাধা দিলে ঠিকাদার বা সিবিসি সভাপতি হামলা মামলা দিয়ে নাজেহাল করে। স্থানীয়দের প্রশ্ন এসব দেখার জন্য সরকারের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তাদের যা দেখার কথা তা এখন জনগনকে দেখেতে হচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করে প্রকল্প সভাপতি ইউপি সদস্য ফোরকান হাওলাদার বলেন, ইট আমারও তেমন পছন্দ হয়নি। আগামীকাল সকালে ঘটনাস্থলে চেয়ারম্যান আসবেন । এরপর উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। ইটের মান নিয়ে প্রশ্ন করা হলে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার বলেন, আমি শুনেছি ইটের মান খারাপ। কাজ আপাততঃ বন্ধ করে দেয়া হয়েছে।