বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeঅপরাধনিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জাল দিয়ে প্রতিনিয়ত ডিমওয়ালা ইলিশ নিধন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জাল দিয়ে প্রতিনিয়ত ডিমওয়ালা ইলিশ নিধন

spot_img

সেই জেলেদের ২৫ কেজি চাল দিচ্ছে সরকার।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলাস্থ পায়রা, পান্ডপ, লোহালিয়া নদীতে টানা ২২দিন ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চলছে।

দুমকি মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ যৌথ উদ্যোগে ট্রলারযোগে একদিকে অভিযান চলছে অন্য দিকে অবরোধে ২৫ কেজি চাল পাওয়া জেলেরা ফাকি দিয়ে চুরি করে দিন রাত পাল্লা দিয়ে মা ইলিশ নিধন করছে। নদীর পাড়ের সচেতন জনগন জানায়, কি হবে চাল দিয়ে কি হবে অবরোধ দিয়ে জেলেরা দিন রাত ডিমওয়ালা মা ইলিশ মাছ ধরে মোবাইল ফোনের মাধ্যমে তিনটিতে ১কেজি ইলিশ মাছ ৫শ টাকা দর , ১কেজি ওজনের একটি মা ইলিশ মাছ ১হাজার টাকা দরে বিক্রি করছে দেধারছে। আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে ২শতাধিক কার্ডধারী জেলেদের মাঝে ২৫কেজি করে চাল বিতরন করে। অপরদিকে পাঙ্গাশিয়া ইউপির হাজীর হাট, আলগি, লেবুখালী ইউপির লেবুখালী, নলদোয়ানী, আংগারিয়া ইউপির পশ্চিম আংগারিয়া, বাহেরচর, পাতাবুনিয়া, জালিয়া বাড়ী, কদমতলা , মুরাদিয়া ইউপির উত্তর মুরাদিয়া গ্রামস্থ লোহালিয়া, পায়রা, পান্ডপ নদীতে চার পা জেলেরা দেধারছে ডিমওয়ালা মা ইলিশ মাছ ধরে বিক্রি করছে বলে বাস্তবে দেখা স্থানীরা জানায়।

আজ ২২ দিনের অবরোধের টানা ১৪ দিন চলছে। এরই মধ্যে অভিযান চালিয়ে জাল, মাছ ও জেলেদের আটক করছে কিন্তু কমছেনা নিষেধাজ্ঞায় ডিমওয়ালা মা ইলিশ মাছ ধরা।স্থানীয়রা জানায়, প্রতিকারে নদীর পাড়ে বিভিন্ন স্থানের পুলিশ চৌকিদার, আনসার দিয়ে ২৪ ঘন্টা টহাল দেয়া এবং জেলেদের নৌকা গুলি আটক করে চেয়ারম্যান, মেম্বর, চৌকিদারের জিম্মায় রাখলে মা ইলিশ ধরা বন্ধ হতে পারে বলে জানায়। প্রজনন মৌসুমের ডিমওয়ালা মা ইলিশ ধরা বন্ধ হলে সিজনে প্রচুর ইলিশ নদীতে পাওয়া যাবে বলে আরও জানায়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here