দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বর্তমানে চলমান বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড় হামুনে পরিণত হতে পারে। সোমবার ২৩ অক্টোবর সকালে রাজধানীর আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুন দেশের দক্ষিণ উপকূল অতিক্রম করতে পারে আগামী ২৫ অক্টোবর। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
যা সোমবার ও আজ মঙ্গলবার পটুয়াখালীর দুমকি উপজেলার আকাশ মেঘাচ্ছন্ন ও গত রাত থেকে গুরি গুরি বৃষ্টি হচ্ছে এবং শীত অনুভব হচ্ছে। গবাদিপশু বাহিরে নামাতে দেখা যায়নি। রাস্তাঘাট ও হাটে বাজারে লোক চলাচল কমে গেছে।