নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল।
১৯৯১ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিএনপি একটি একদলীয় নির্বাচন করে এবং গণআন্দোলনের মুখে পুনরায় একটি নির্দলীয় তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সকল দলের অংশগ্রহণে পুনরায় নির্বাচনে যোগ দিলে বিএনপি নির্বাচনে পরাজিত হয় এবং দেশের বৃহত্তম বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। এ আন্দোলন তেমন সফল না হলেও ২০০১ সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয়। বাংলাদেশের এমন একটি বৃহত্তম দলের ঢাকা মহানগর উত্তরের শাহআলী থানা সেচ্ছাসেবক দলের কমিটির গুরুত্বপূর্ণ পদে ভয়ংকর তিনজন প্রতারকের পদ-পদবী থাকার তথ্য পাওয়া গেছে, তারা হলেন,(১) রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক,সেচ্ছাসেবক দল,শাহ আলী থানা, ঢাকা মহানগর উত্তর বিএনপি। (২) মোতালেব ভূইয়া, যুগ্ম আহ্বায়ক,সেচ্ছাসেবক দল,শাহ আলী থানা, ঢাকা মহানগর উত্তর বিএনপি। (৩) হাসান বলি, ১নং সদস্য, সেচ্ছাসেবক দল,শাহ আলী থানা, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিগত ২০২৩ সালের ২৮ মার্চ রাজধানীর রমনা থানার মামলা নং জি আর- ৬১/২৩ দেখা যায় উপরিউক্ত এই তিন ব্যক্তিসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৭,২৭,০০০ (সাত লাখ সাতাশ হাজার) টাকা আত্মসাৎ করার অভিযোগে ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। একই ভাবে রাজধানীর ভাটারা থানায়ও তাদের নামে প্রতারণার মামলা রয়েছে যার মামলা নং জি আর ৪৮১/২২ ।
প্রতারণার কৌশল হিসেবে তারা প্রথমে বৃত্তবান ব্যক্তি/মহিলাদের টার্গেট করে বিদেশি নাম ও প্রফাইল ছবি ব্যবহার করে প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায়। পরবর্তীতে ফেসবুক মেসেঞ্জারে আলাপচারিতার মাধ্যমে ভাব জমিয়ে বিদেশ থেকে দামী দামী উপহার ও ডলার পাঠাবে বলে উৎসাহিত করে। কখনও কখনও সে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মিশনে থাকে,সেখান থেকে অনেক ডলার পেয়েছে সেই ডলার গুলো সে পাঠাবে বলে প্রলোভন দেখিয়ে টার্গেটকৃতদের আকৃষ্ট করে এবং একাধিক দামী দামী উপহার ও ডলার ভর্তি ব্যাগের ছবি পাঠায়। এরপরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পাঠানো উপহার এসে পৌঁছে গেছে বলে কাস্টমস অফিসার সেজে টার্গেটকৃতদের ফোন করা হয়। বিদেশ থেকে পাঠানো ওইসব উপহার কাস্টম থেকে ছাড়িয়ে আনার জন্য কৌশলে দফায় দফায় প্রতারণার মাধ্যমে লাখ লাখ হাতিয়ে নিয়ে অনেক মানুষকে সর্বস্বান্ত করেছে এই প্রতারক চক্র।
প্রতারক চক্রের এসব সক্রিয় সদস্যরা যদি ঢাকা মহানগর উত্তর বিএনপির শাহআলী থানা সেচ্ছাসেবক দলের পদ-পদবী বহন করে ভবিষ্যতে সমাজ তাদের থেকে কি সেবা পাবে? তবে এসব বিষয়ে অভিযুক্ত রাজু আহম্মেদ,মোতালেব ভূইয়া ও হাসান বলি`র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে হাসান বলি বলেন তারা নিজেরই প্রতারণার স্বীকার। বাংলাদেশ সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে একাধিকবার যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি তারা।