মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুর -৪ চিরিরবন্দর-খানসামা আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
২০ অক্টোবর ২০২৩ সকাল থেকে রাত ৯টা পর্যন্ত পূজা মন্ডপ পরিদর্শন করেন, তিনি উপজেলার ১১ নং তেঁতুলিয়া ভূষিরবন্দর সার্বজনীন দূর্গা মন্ডপ থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে ১৫ টি মন্ডপে যান।
এ সময় তিনি মন্ডপগুলোর পুরোহিত কমিটির সদস্য ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিটি মন্দিরে কিছু সময় কাটান ও এলাকার সমস্যার খোঁজখবর নেন।
এমপি বলেন, চিরিরবন্দরের মানুষ ধর্মীয় সম্প্রীতির ঐক্যে বিশ্বাস করে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ শারদীয় দূর্গোৎসবে একে অপরের সহযোগী হয়েছেন, সম্প্রীতির এ ভ্রাতৃত্ব যে কোন মূল্যে বজায় রাখতে হবে।
এবার উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১৫৭টি মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। সরকারীভাবে প্রতিটি মন্ডপে ৫শ’ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
প্রতিটি মন্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ভিডিপি ও স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে।
পরিদর্শনকালে অন্যান্যের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারন সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হাসিবুল হাসান হাসিম বাবু, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, জাকির হোসেন, নূর এ কামাল, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক তপন মহান্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল তুহিন সরকার, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন সহ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী এমপির সঙ্গে ছিলেন।