বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeস্বাস্থ্যগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ১০ জনের মৃত্যু আক্রান্ত ২৬৬০ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ১০ জনের মৃত্যু আক্রান্ত ২৬৬০ জন

spot_img

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৬ জনে। একই সময়ে মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৬০ জন।

সোমবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৬০ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৬৪৯ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা দুই হাজার ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৬ হাজার ২২৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৮ হাজার ৮৪৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৩৮১ জন। পাশাপাশি এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ৩০৮ জন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here