মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
Homeআরওঢাকার ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু

ঢাকার ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু

spot_img

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রনি নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

নিহত রনি শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। বাবার নাম জজ মিয়া। বর্তমানে সবুজবাগে ভাড়াবাসায় থাকতো রনি। চার ভাইয়ের মধ্যে সবার ছোট সে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দুঃসম্পর্কের খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, রাতে তারা ৪-৫টি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে গিয়েছিলেন ঘুরতে। ভোরে সেখান থেকে আবার বাসায় ফিরছিলেন। একটি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন ফাহিম এবং সেটি চালাচ্ছিলেন রনি। পোস্তগোলা অংশ দিয়ে হানিফ ফ্লাইওভারের ওপর ওঠেন তারা। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় রনি। এতে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাত হয় রনি ও ফাহিম। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আর আহত ফাহিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ দেখছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here