রাজধানীর হাতিরঝিলের মাঝে অবস্থিত একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন এক নারী। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ওই নারীকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে স্থানীয় মানুষের ভিড় বাড়ে। একপর্যায়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ওই নারী টাওয়ারের চূড়ায় উঠে যান।
ফায়ার সার্ভিস জানায়, ওই নারীর নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে যান। পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে তাকে নামিয়ে আনে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল থেকে খবর পান তারা। এরপর তেঁজগাও ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারীদের একটি দল সেখানে পাঠানো হয়। পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজনও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ওই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিলের ভেতর একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন ওই নারী। তিনি সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন।