বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeলীডস্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে...

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন

আনিছ মাহমুদ লিমন

spot_img

স্যালাইনকে জুস অথবা শরবত মনে করে যেরকম ইচ্ছে সে রকমের খাওয়া বন্ধ করতে হবে না হলে আপনার জীবনে নেমে আসতে পারে অনেক বড়ো বিপদ এতে করে আপনার জীবন বিপন্ন হতে পাড়ে।
এমনটিই জানিয়েছেন ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ তিনি বলেন সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )।

তার ইতিহাস থেকে জানলাম গতো কয়েক দিন আগে চরম দাবদাহে গরম বেশি লাগার কারণে সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল লোকটা!!!!

কি করতে হবে ? স্যালাইন খাওয়ার নিয়ম প্রথমে আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে ৫০০ মিলি বিশুদ্ধ পানি নিতে হবে সেই পানিতে
একটি স্যালাইন ভালোভাবে মিশিয়ে খেতে হবে।

ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here