মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
Homeরাজনীতিস্বেচ্ছাসেবক লীগ নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- মোতাহেরুল ইসলাম চৌধুরী

স্বেচ্ছাসেবক লীগ নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- মোতাহেরুল ইসলাম চৌধুরী

spot_img

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ১২ পটিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়েছে।

আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী “শেখ হাসিনা সরকারের নেতৃত্বে উন্নয়নের ক্ষেত্রে দেশ বিশ্বে মডেল হিসেবে পরিচিত অর্জন করেছে। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে স্বেচ্ছাসেবক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগ গঠনের মাধ্যমে এই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠনে পরিণত হয়। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন। আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি কেন্দ্রে নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি গত (১৩ ডিসেম্বর) বুধবার পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মত বিনিময় ও বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ হাশেমের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল ও যুগ্ম সম্পাদক নয়ন শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, আওয়ামী লীগ নেতা ডিএম জমির উদ্দিন,
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, , নাজিম উদ্দীন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাদাত মোঃ সায়েম, আলহাজ্ব নাজিম উদ্দীন, শফিউল আজম, দিদারুল হক জসিম, জামশেদ হিরু, আবুল হাশেম, প্রবীর মিত্র, জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাবিবুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসনুল্লাহ চৌধুরী, পৌরসভা যুবলীগের সভাপতি নূরুল আলম সিদ্দিকী, সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ জালাল, বেলাল উদ্দীন, শেখ ফারুক,কফিল উদ্দীন রাজু, শিহাব উদ্দীন শাওন, নজরুল ইসলাম, রিংকী দেব, ফখরুল ইসলাম সজীব, শুভ দে দেব, জাফর বাবুল, গাজী মোঃ আনিস, নূর কাসেম, যাদব সর্দার, সুবল আচার্য্য, আবদুর রহিম রানা, দীলিপ দেবনাথ, আবদুল্লাহ আল মনসুর, ছৈয়দ মহিউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল আজম, নজরুল ইসলাম, আবু নাঈম কাসেম প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here