নিজেস্ব প্রতিবেদক :রাজধানী মিরপুর এলাকার রুপনগর থানাধীন মোস্তফা নামে এক ব্যক্তির গ্যারেজ ভাড়া নিয়ে ভাড়া না দিয়ে উল্টো দখলের অভিযোগ উঠেছে সুইটি নামের বহিস্কৃত এক নারী নেত্রীর বিরুদ্ধে।
রুপনগর থানাধীন ৩১ নং রোডের গ্যারেজ মালিক মোস্তফা অভিযোগ করে বলেন, প্রথমে আমার মালিকানা জমিতে গ্যারেজ থাকা অবস্থায় সুইটির লোক দিয়ে মাসিক চুক্তিতে ভাড়া নেন। কয়েক মাস ভাড়া দিলেও পরে নানা তালবাহানা শুরু করে গ্যারেজটি দখলে নেয়ার চেষ্টা করে সন্ত্রাসী বাহীন দিয়ে। পরে এ বিষয়ে রুপনগর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেয়।
কিছু দিন পুলিশের ভয়ে সুইটি দমে গেলেও কয়কদিন যেতে না যেতে আবার গ্যারেজটি সন্ত্রাসী প্রকৃতি লোক দিয়ে দখলে নেয়ার চেষ্টা করে। তিনি নিযেকে এখন মহিলা নেত্রী দাবীকরে সুইটি আক্তার। পরে এ ঘটনায় আবার একটি জিডি করেন ভুক্তভুগি মোস্তফা। যার জিডি নং- ৮৬৪ তারিখঃ ১৮/১১/২২। জানা গেছে, ৭ নং ওয়ার্ডের এই মহিলা নেত্রী দাবীদার সুইটি আক্তার রিক্সাচালককে ভাড়া না দিয়ে মারধর করাসহ নানা বিতর্কিত কর্মকান্ডের কারনে তাকে দল থেকে বহিস্কার করা হয়।
তার পরেও তিনি আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে নানা অপরাধ অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এ বিষয়ে ঢাকা মহানগর উত্তরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হারুন ও সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন তালুকদার স্বাক্ষরিত বহিষ্কারের একটি চিঠি গণমাধ্যমে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর উত্তরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকার পদ থেকে সুইটি আক্তার শিনুকে বহিষ্কার করা হয়েছে। তার আচরণে দলের সুনাম নষ্ট হয়েছে। বার বার সংশোধন করার পরও তার আচরণ সংশোধন হয়নি বরং উচ্ছৃঙ্খলতা বেড়েছে। তাই জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সুইটির এসকল কর্মকান্ডে ক্ষোদ স্থানীয় নেতারাও বিব্রত হচ্ছে বলে জানান অনেকে। এ বিষয়ে সুইটির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।