মোঃকায়সার রশীদ, শেরপুর:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কালীবাড়ি বাজারের উত্তরে কাটাখালি ব্রিজ সংলগ্ন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সূর্যসন্তান মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা শহীদ নাজমুল আহসানের স্মৃতি রক্ষার্থে শেরপুরের জেলা প্রশাসন কর্তৃক শহীদ নাজমুল আহসান স্মৃতি চত্বরের শুভ উদ্বোধন করা হয় ২৭/০৬/২০২৩ রোজ মঙ্গলবার।
উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে শেরপুর জেলার জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার, উনার সহধর্মি জ্বনাব নাহিদ নেওয়াজ, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধানুরুল ইসলাম হিরু, বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেছুর রহমান,
বীর মুক্তিযুদ্ধা সামছুল আলম, শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোক্তাদির আহম্মেদ, শেরপুর সরকারী কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব সংকর কারুয়া, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবির, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা মালিঝিকান্ধার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক এবং জেলা উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।