বলিউডে একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন। ৮০ বছর বয়সেও এই অভিনেতা সমানভাবে জনপ্রিয়। তার কাজ এখনো সিনেপ্রেমীদের মুগ্ধ করে। প্রতিবারই নিজের নতুন ছবি মুক্তির আগে মুম্বাইয়ের বিখ্যাত মন্দিরে এসে পূজা দেন অমিতাভ। গত বৃহস্পতিবারও এই অভিনেতা মুম্বাইয়ের দাদারের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে গিয়েছেন। তবে নিজের ছবির জন্য না। এবার এলেন ছেলে অভিষেক বচ্চনের ‘ঘুমর’ ছবি মুক্তির আগে।
সেখানের একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, সাদা পায়জামা-পাঞ্জাবি পরে, গায়ে চাদর জড়িয়ে পূজা দিতে যান তিনি। নিরাপত্তারক্ষীরা ঘিরে ধরে নিয়ে আসছে অমিতাভ বচ্চনকে। তবে খালি পায়েই রয়েছেন তিনি। গাড়িতেই পায়ের জুতা খুলে এসেছেন এই অভিনেতা।
অভিষেক ছাড়াও ছবিতে রয়েছেন সাইয়মি খের, শাবানা আজমি, অঙ্গদ বেদি। ছবিতে এক ক্রিকেটারের গল্প তুলে ধরা হয়েছে। যে এক হাত নিয়ে করবে বোলিং, খেলবে ক্রিকেট। আর সেই অসাধ্য সাধন করা মেয়েটিকে কোচিং দেবে অভিষেক।
সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ জানান, তিনি ‘ঘুমর’ দেখেছেন দুবার। আর সিনেমা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। ছবিকে ‘অনন্য’ তকমা দিয়ে এই অভিনেতা লিখেছেন, রোববার দুপুর এবং রাতে পর পর দুবার ‘ঘুমর’ ছবিটি দেখলাম। কেমন লেগেছে সেটা আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারব না। এক কথায় বলতে গেলে অনন্য। প্রথম দৃশ্য থেকে চোখে জল চলে এসেছিল। অনেকেই এখানে এমন কিছু দেখবেন, যা আবেদনময়ী এবং বড়ই সুন্দর।
অমিতাভ নিজের ব্লগে আরও যোগ করেন, “এই ছবির সব অনুভূতি জড়িত ক্রিকেট খেলা, একটি মেয়ে এবং তার সব স্বপ্নকে ঘিরে। শেষ পর্যন্ত খেলাটাই সব থাকে না। পরিবারের প্রভাব, মেয়েটির মায়ের প্রভাব, একটি মধ্যবিত্ত সংসারের গল্প হয়ে ওঠে সিনেমাটিতে। এই সিনেমার মূল আকর্ষণ সহজ সরলভাবে গল্প বলার ধরন। জয় বা হার নিয়ে যে জটিল ভাবনা আমাদের মধ্যে চলে, আমরা কমবেশি সবাই এই জিনিসের মধ্যে দিয়ে গিয়েছি, ‘ঘুমর’-এ সেগুলোই খুব সহজভাবে তুলে ধরা হয়েছে।”