বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeঅপরাধরাজধানীর মিরপুর স্বর্ণের দোকান থেকে ৩৮০,০০০ টাকার স্বর্ণ চুরি করে উধাও সজীব

রাজধানীর মিরপুর স্বর্ণের দোকান থেকে ৩৮০,০০০ টাকার স্বর্ণ চুরি করে উধাও সজীব

spot_img

রাজধানীর মিরপুর ১০ নাম্বারে স্বর্ণের দোকানের কর্মচারী দোকান থেকে তিন লাখ আশি হাজার টাকার স্বর্ণ নিয়ে লাপাত্তা।

রাজধানীর মিরপুর মডেল থানা সেকশন-৬, ব্লক-খ, রোড নং-০১, প্লট-১২ (মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন) আখন্দ টাওয়ারের (৪র্থ) তলা) দোকান-৩১১, বিল্লাল জুয়েলার্স ষ্টোরে মালিক বিল্লাল হোসেন তিনি দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছেন, সজিব (২৫), পিতা-মোঃ রমজান আলী, মাতা-পিয়ারা বেগম, সাং-আইয়ুবপুর, থানা-বাঞ্চারামপুর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর- 5554112150, মোবাঃ 01316104896,

গত ইং-১০/০৭/২০২৩ তারিখ বিল্লাল হোসেনের স্বর্ণের দোকানে কারিগর হিসাবে কাজের জন্য যোগদান করে সজিব, রীতি মতো কাজ করে আসছিলো হটাৎ গত ইং-১৯/০৮/২০২৩ তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকা হইতে ইং-২৫/০৯/২০২৩ তারিখ রাত্রি। অনুমান ০৮.০০ ঘটিকার মধ্যে বিভিন্ন সময় বেবী আংটি সহ বিভিন্ন অলংকার তৈরী করার জন্য সজিব কে সর্বমোট ৪ ভরি ৬ আরা ১ রতি ৫ পয়েন্ট ওজনের (২১K) স্বর্ণ দেওয়া হয়। যাহার মূল্য ৩,৮০,০০০/- (তিন লক্ষ আশি হাজার) টাকা। সরেজমিনে অনুসন্ধান কালে বিল্লাল জুয়েলার্সের মালিক বিল্লাল হোসেন সাংবাদিকদের জানায় গত ইং-১৪/০৮/২০২৩ তারিখ রাত্রি অনুমান ১১.০০ ঘটিকার সময় আমি ও উক্ত বিবাদী আমার বর্ণিত ঠিকানাস্থ স্বর্ণের দোকান বন্ধ করিয়া যার যার বাসায় চলে যাই।

অতপর ০২ দিন অতিবাহিত হওয়ার পরেও উক্ত বিবাদী আমার স্বর্ণের দোকানে না আসায় আমি বিবাদীর বর্নিত মোবাইল নম্বরে ফোন করিলে সজিব জানায় যে, গত ইং-১৪/০৮/২০২৩ তারিখ রাত্রি বেলা আমার সাথে দোকান বন্ধ করার পর তার গ্রামের বাড়ীতে চলে যায়, ৪/৫ দিন পর আমার দোকানে আসবে। উক্ত সময় অতিবাহিত হওয়ার পরেও সজিব না আসায় পুনরায় আমি তাহার মোবাইলে যোগাযোগ করিলে আজকাল আসবে বলিয়া সময় অতিবাহিত করিতে থাকে। গত ইং- ২০/১০/২০২৩ তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় তার মোবাইল নম্বরে ফোন করিলে মোবাইল নম্বর বন্ধ পাই। তখন আমার সন্দেহ হইলে আমার দোকানে থাকা বিবাদীর ব্যবহৃত ড্রয়ার খুলে দেখি যে, তাকে দেওয়া উপরোক্ত স্বর্ন ড্রয়ারে নাই।

আমার ধারনা গত ইং-১৪/০৮/২০২৩ তারিখ রাত্রি অনুমান ১১.০০ ঘটিকার সময় সজিব মিরপুর মডেল থানাধীন সেকশন-৬, ব্লক-খ, ‘রোড নং-০১, প্লট-১২ (মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন) আখন্দ টাওয়ার (৪র্থ তলা) দোকান-৩১১, বিল্লাল জুয়েলার্স ষ্টোর নামক আমার স্বর্ণের দোকানের ভিতর থাকা তার ব্যবহৃত ড্রয়ার হইতে সর্বমোট ৪ ভরি ৬ আরা ১ রতি ৫ পয়েন্ট ওজনের (২১K) স্বর্ন, যাহার মুল্য ৩,৮০,০০০/- (তিন লক্ষ আশি হাজার) টাকা চুরি করিয়া নিয়া যায়। সজিবের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হই। এবং উক্ত বিষয়টি নিয়া আমার আত্মীয় স্বজনের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে করি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here