শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
HomeUncategorizedমিরপুরে বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস সংযোগের উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত

মিরপুরে বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস সংযোগের উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত

আনিছ মাহমুদ লিমন :

spot_img

মিরপুর ১০, রোড ১, ব্লক ৬, বাড়ি ৮, বছরের পর বছর ধরে প্রভাবশালী দালাল চক্রের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে চলছে এসব ডায়িং ফ্যাক্টরি।

অভিযানের শুরুতে মিরপুর ১০, রোড ১, ব্লক ৬, বাড়ি ৮ বছরের পর বছর ধরে প্রভাবশালী দালাল চক্রের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে চলছে ডায়িং ফ্যাক্টরি।

লাবনী ডাইনে অভিযান চালিয়ে প্রতি ঘন্টায় ব্যবহৃত ২২৭ সিএফটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাঁচ টি স্টার বার্নার ৭০ ফুট পাইপ জব্দ করে ও ১ লাখ টাকা জরিমানা করে তিতাস।

এরপর মিরপুর ২ নাম্বার পুলিশ ক্যাফে অবৈধ গ্যাস সংযোগের অভিযান চালিয়ে প্রতি ঘণ্টায় ব্যবহৃত ৬১১ সেফটি গ্যাস কর্তন করা হয়, এবং ১৭ টি স্টার বার্নার ও আনুমানিক ৫০০ ফুট ২ ইঞ্চি জব্দ করে ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মিরপুর মেট্রো বেকারস
মিরপুর মডেল থানা, মিরপুর-২, ঢাকা
i) স্টার বার্ণার(২৫ ঘনফুট) – ০৪টি (৪x২৫)= ১০০ ঘনফুট
ii)স্টার বার্ণার(৭৫ ঘনফুট) – ০১টি (১x৭৫)= ৭৫ ঘনফুট
iii) গ্রিল- ০২টি (২x২৫)= ৫০ ঘনফুট
মোট: ২২৫ ঘনফুট করা হয়।

প্রিয়জন আবাসন লিমিটেড
আব্দুর রউফ ভুইয়া গং
গ্রাহক সংকেত: ১০৪০০৭৪৭৭
ঠিকানা: ২০৬/১ আহমেদনগর, পাইকপাড়া, মিরপুর, ঢাকা।
প্রাপ্ত চুলা: ৩৯ ডাবল।
মোট: ৮১৯ ঘনফুট
জরিমানা- ৭৫,০০০/ টাকা।
ইতোপূর্বে বকেয়ার কারণে বিচ্ছিন্নকৃত রাইজার হতে অবৈধভাবে ৩৯ ডাবল চুলায় গ্যাস ব্যবহারের কারণে সংযোটি বিচ্ছিন্ন করত কিল করা হয়েছে।

রেগুলার ওয়াশিং প্লান্ট
প্লট-২১, রোড-২, ব্লক-কে, সেকশন-০২, রূপনগর শি/এ, মিরপর, ঢাকা।
i) বয়লার ০১টি (৫০০কেজি)= ১৫০০ ঘনফুট
ii) ড্রায়ার ০৬টি (৬x৩০০)= ১৮০০ ঘনফুট
মোট: ৩৩০০ ঘনফুট
জরিমানা- ০১ (এক) লক্ষ।
সংযোগ বিচ্ছিন্ন করত সার্ভিস লাইন কিল করা হয়েছে।

সর্বমোট বিচ্ছিন্নকৃত গ‍্যাস লোড ৫,২০৪ ঘনফুট/ ঘন্টা এবং ১৬০ ফুট × ৩/৪” ইঞ্চি, ৭০ ফুট × ১” ইঞ্চি, ৩০ ফুট × ২” ইঞ্চি সার্ভিস লাইন অপসারণ করা হয়েছে।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক ৪টি স্থাপনায় অবৈধ গ্যাস ব্যবহারকারী হতে ৩,৭৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১১ ঘটিকা থেকে এ অভিযান শুরু হয়, অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রয়, এসময় আরো উপস্থিত ছিলেন তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ মিরপুর জোন এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ ৬ (মিরপুর) প্রকৌশলী মোঃ নাসিমুল ইসলাম। মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ ৬ (মিরপুর) মোহাম্মদ মাকসুদুর রহমান, উপমহাব্যবস্থাপক (রাজস্ব বিভাগ- মিরপুর)

এলাকাবাসী আরো জানায় এসব অবৈধ কারখানার কারণে আবাসিক বাসা বাড়িতে গ্যাস পাচ্ছে না তারা এসব অবৈধ ওয়াশিং প্লান্ট বন্ধ হলে এলাকার গ্যাস সংকট অনেকটাই কেটে যাবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here