রাজধানীর প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে মিরপুরে অভিযান পরিচালনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
শনিবার সকাল ১১ ঘটিকায় রাজধানী মিরপুর ১ নাম্বার গোল চত্বরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা মেইন সড়কে চলাচল বন্ধে অভিযান পরিচালনা করে মিরপুর ট্রাফিক বিভাগ। এ অভিযান পরিচালনা করা হয় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার এর নির্দেশনায়, ডিসি (ট্রাফিক-মিরপুর) জনাব মো. রফিকুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে, এডিসি (ট্রাফিক-মিরপুর) জনাব ইয়াসিনা ফেরদৌস এর উপস্থিতিতে, এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বর্তমান সময়ে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে।
প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান। এ-সময় প্রায় শতাধিক অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়।