বুধবার, নভেম্বর ২০, ২০২৪
Homeধর্ম ও চিন্তামহানবীকে কটুক্তি করার প্রতিবাদে মিরপুর ১ নাম্বারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মহানবীকে কটুক্তি করার প্রতিবাদে মিরপুর ১ নাম্বারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আনিছ মাহমুদ লিমন :

spot_img

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ১ নাম্বার গোল চত্বর থেকে শুরু করে শাহ আলী মাজার পর্যন্ত লাখো মুসল্লী আক শুক্রবার জুমার নামাজের পর এই সমাবেশে অংশগ্রহণ নিয়েছেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন। মিরপুর ১ নাম্বার গোল চত্তরের সমাবেশ শেষে মিছিল নিয়ে মিরপুর ১০ নাম্বার গিয়ে মিছিলটি শেষ হয়। স্থানীয় সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

গত আগস্ট মাসে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানিয়েছেন তারা।’

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here