বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতে নৌকা ডুবে ১৪ স্কুল শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

ভারতে নৌকা ডুবে ১৪ স্কুল শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

spot_img

ভারতের গুজরাটে একটি লেকে স্কুল পিকনিকের নৌকা ডুবে ১৪ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক এবং ১২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বরোদার হার্নি লেকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, ১৪ জন ধারণক্ষমতার নৌকায় ৩১ জন শিক্ষক-শিক্ষার্থী উঠেছিল। তারা বেসরকারি স্কুল ‘নিউ সানরাইজ’ এর ছাত্র-শিক্ষক। তাদের কারও গায়েই লাইফ জ্যাকেট ছিল না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নৌকাটি উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে। পরে দমকল বাহিনী গিয়ে পানি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করে। এছাড়া অনেককে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গুজরাট রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, ১৮ জন শিশু ও দুই শিক্ষককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জোরালো তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাতে এক্সে (সাবেক টুইটারে) এ ঘটনায় শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ করে রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here