বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
HomeUncategorizedবিআরটিএ ও পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম

বিআরটিএ ও পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক :

spot_img

ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠনের কার্যক্রম অনুষ্ঠিত

রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১ গোল চত্তরে এই কর্মসূচির আয়োজন করা।
কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন লিফটের বিতরণ এবং সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালক হেলপার সহ পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে চেতনতাই দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান মোঃ ইয়াসিন, (ইঞ্জিনিয়ার) সুধাংশু শেখর বিশ্বাস, বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বদেশ কুমার দাস, সহ পরিচালক (ইঞ্জিনিয়ার এমটি) মোঃ শামসুল কোভিদ আফজাল হোসেন মালিক শ্রমিক সংগঠনের পক্ষে বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুর রহিম বক্স দুদু, প্রচার সম্পাদক সাইদুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন, ট্রফিকের ডিসি (মিরপুর ও তেজগাঁও) মোহাম্মদ রফিকুল ইসলাম, এসি শরীফ, টিআই জুবায়ের, নিরাপদ সড়ক চাই মিরপুর প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নাঈম, মালিক শ্রমিক ফেডারেশনের মিরপুরে নেতা হাবিব, সাইফুল, বকুল, ফারুক সহ গাবতলী মিরপুর পল্লবীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এ সময় বিআরটিএর চেয়ারম্যান বলেন রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে মালিক শ্রমিক সংগঠন সহ কর্মরত বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে
কাজ করছি। আজ মিরপুর এক গোলচক্করে পথচারী ও যানবাহন চলাচলে আলাদা লেন বৃদ্ধি, বাস স্টপ তৈরির দিক নির্দেশনা দিয়েছি।
ট্রাফিকের রফিকুল ইসলাম বলেন যানজট নিরসনে আমরা কাজ করছি, নতুন লেন বৃদ্ধি সড়কে শৃঙ্খলা বৃদ্ধিতে সহায়ক হবে।

সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন সভাপতি দুদু বলেন, ট্রাফিক আইন নিয়ন্ত্রণ ও জনসচেতন বৃদ্ধিতে ড্রাইভার হেলপারদের নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। নতুন উদ্যোগ সড়কের যানজট নিরসনে ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে আরো সহায়ক হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here