আজ সারা দেশে একযোগে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের নেয় এবারও এ মসজিদে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় জামাতেও মসজিদের ভেতর ও বাইরে কয়েক হাজার হাজার মুসল্লি অংশ নেন।
সোমবার (১৭ জুন) সকাল ৮টায় বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেমের ইমামতির মাধ্যমে ঈদুল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জামাতে মুকাব্বি হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ খাদেম আব্দুল হাদী।
দ্বিতীয় জামাতে নামাজ শেষে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। এ সময় দেশের সার্বিক উন্নয়ন কামনা, মুসলিম উম্মাহর প্রতি শান্তি কামনাসহ কবরবাসীর প্রতি শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
দ্বিতীয় জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও তিনটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর তৃতীয় জামাত হবে সকাল ৯টায়। চতুর্থ ঈদ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
পাঁচটি জামাতের কোনোটিতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট মাজার মসজিদের ইমাম হাফেজ মো. আশরাফুল ইসলাম।