মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
Homeঅপরাধবগুড়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

বগুড়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

spot_img

এম এ শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় ইজিবাইক চালক বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল পৌণে ৫টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ী এলাকার সাইদুল ইসলাম প্রামাণিক এবং তার ছেলে রিমন প্রামানিক ওরফে ইমন। শুক্রবার দুপুরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেল পৌণে ৫টার দিকে ট্রাফিক বিভাগের কনস্টেবল মিলন শহরের সাতমাথা এলাকায় এলজি শো-রুমের সামনে রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ সময় চালক রিমন একটি অটোরিকশা রাস্তায় দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠাচ্ছিল। তখন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মিলন অটোরিকশাটিকে সরিয়ে নিতে বললে চালক রিমন উত্তেজিত হয়ে ওঠে এবং তার সাথে বাক-বিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে মিলনকে এলোপাথারী কিলঘুষি ও লাত্থি মারে। বাম হাতে, বাম পায়ে হাঁটুর নিচে ও বাম কাঁধে সাধারণ ও গুরুত্বর জখম করে। এ ঘটনায় লোকজনের সহযোগিতায় রিমন ও তার বাবাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার দুই আসামি বাবা-ছেলেকে আজ আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here